ডায়াবেটিসের নিষিদ্ধ ওষুধের বিকল্প অ্যাকটস

ইউরোপে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় অ্যাভান্ডিয়া নামের যে ওষুধটির ব্যবহার নিষিদ্ধ, সেটির বিকল্প হিসেবে গবেষকেরা অ্যাকটস নামের আরেকটি ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়ার ওই গবেষকেরা বলেছেন, অ্যাভান্ডিয়ার ‘যৌক্তিক বিকল্প’ ওষুধ হিসেবে অ্যাকটস ব্যবহার করা যেতে পারে। চিকিৎসাবিষয়ক প্রতিষ্ঠান বিএমজের ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।
গত বছর ইউরোপের দেশগুলো ডায়াবেটিস চিকিৎসায় অ্যাভান্ডিয়ার (যেটি রোসিগলিটাজোন নামেও পরিচিত) ব্যবহার নিষিদ্ধ করে। অ্যাভান্ডিয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় বলে চিকিৎসকেরা দাবি করার পর ইউরোপ সেটিকে নিষিদ্ধ করে। তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় সেটি এখনো বৈধ।
নতুন গবেষণায় বলা হয়েছে, অ্যাভান্ডিয়া ব্যবহারকারী ডায়াবেটিস রোগীদের চেয়ে অ্যাকটস ব্যবহারকারী রোগীরা হূদরোগে কম ভোগে। অ্যাভান্ডিয়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করলেও তা রক্তচাপ বাড়িয়ে দেয়। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে।

No comments

Powered by Blogger.