নিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে সৌদি বাদশাহর হুঁশিয়ারি

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, যারাই দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করবে, নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
গতকাল শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশন আল-আকবারিয়ায় দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন।
সৌদি নিরাপত্তা বাহিনীর উদ্দেশে বাদশাহ আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতায় যারাই বিঘ্ন ঘটাবে, তাদেরই আপনারা আঘাত করুন।’
দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরদার করতে তিনি আরও ৬০ হাজার সেনা ও নিরাপত্তাকর্মী নিয়োগের ঘোষণা দেন।
ওপেকের সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদির বাদশাহ তাঁর এই ভাষণে ১৮টি রাজকীয় ফরমান জারি করেছেন। এতে সরকারি কর্মীদের মাসিক ন্যূনতম বেতন তিন হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।
সৌদি বাদশাহ ছয় হাজার ৭০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে দেশের নাগরিকদের জন্য পাঁচ লাখ নতুন বাড়ি নির্মাণেরও ঘোষণা দেন।
দারিদ্র্য ও বেকারত্ব নিরসনের দাবিতে প্রতিবেশী ইয়েমেন ও বাহরাইনে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে বাদশাহ এসব প্রতিশ্রুতি দিলেন।
এদিকে সৌদি আরবের শিয়া-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে গত বৃহস্পতিবারও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বাহরাইনের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা তাদের কর্মসংস্থান ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে এএফপি।

No comments

Powered by Blogger.