বিওসির ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিওসির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাত্ প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ টাকা লভ্যাংশ প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ মে অনুষ্ঠিত হবে, যার ভেন্যু পরে জানানো হবে। এজিএমের রেকর্ড ডেট ২৩ মার্চ।
প্রতিষ্ঠানটি আরও জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৯৯ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৩.৯০ টাকা এবং প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৪৫.৪৫ টাকা।

No comments

Powered by Blogger.