তিউনিসিয়ায় বেন আলীর দল বিলুপ্ত

তিউনিসিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীর দল র্যালি ফর কনস্টিটিউশনাল ডেমোক্রেসি (আরসিডি) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সে দেশের একটি আদালত এই নির্দেশ দেন।
নির্দেশে বলা হয়, আদালত আরসিডি বিলুপ্ত এবং ওই দলের যাবতীয় সম্পদ ও তহবিল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বেন আলী ১৪ জানুয়ারি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত ফেব্রুয়ারিতে তাঁর দলের সব কার্যক্রম স্থগিত করা হয়। তাঁর স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের একপর্যায়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বেন আলী একদলীয় শাসনতন্ত্র কায়েম করে সংবিধান লঙ্ঘন করেছেন। এই দলের দাবি, দেশের এক কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে তাদের সদস্য ২০ লাখ।
বেন আলীর দলটি ১৯৮৮ সালে গঠিত হয়। এর পর থেকে দলটির তহবিলের পরীক্ষা-নিরীক্ষা ও বার্ষিক হিসাবের কোনো নথি করা হয়নি।

No comments

Powered by Blogger.