ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৩৭ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদন করেছে। একই সঙ্গে পর্ষদ তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার প্রদানও অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ার মালিকদের অনুমোদনের পরই এই লভ্যাংশ ও রাইট শেয়ার দেওয়া হবে।
ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে । ইজিএম বেলা সাড়ে ১১টায় এবং এজিএম দুপুর ১২টায় হবে। ইজিএম ও এজিএমের রেকর্ড ডেট ২১ মার্চ।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে ওই সময়ে তাদের শেয়ার প্রতি আয় ৬১.৬৫ টাকা, শেয়ার প্রতি মোট সম্পদ মূল্য (এনএভি) ২৪৬.৭২ টাকা এবং শেয়ারপ্রতি নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৯.৩৩ টাকা।

No comments

Powered by Blogger.