আগাম নির্বাচনের ঘোষণা দিলেন নাজারবায়েভ

আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেন তিনি। ওই আদেশ অনুয়ায়ী আগামী ৩ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য তিনি গণভোট অনুষ্ঠানের যে পরিকল্পনা করেন, তা থেকেও তিনি শেষ পর্যন্ত সরে আসেন। যুক্তরাষ্ট্র তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
নাজারবায়েভ দীর্ঘ ২২ বছর ধরে ক্ষমতায় আছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা পাওয়া দেশগুলোর শাসকদের মধ্যে সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় আছেন তিনি। বর্তমান মেয়াদ অনুযায়ী তাঁর ক্ষমতা ২০১২ সাল পর্যন্ত থাকলেও গতকাল আকস্মিকভাবে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।
কাজাখদের কাছে ‘পাপা’ নামে পরিচিত নাজারবায়েভ ক্ষমতায় আসেন ১৯৮৯ সালে। মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের মতো তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও এক কোটি ৬০ লাখ লোক অধ্যুষিত দেশটিতে বেশ জনপ্রিয়। কিছুদিন আগে নাজারবায়েভ ২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি পারিকল্পনা ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.