ব্লাসফেমি আইন সংশোধনের চেষ্টা থেকে সরে গেলেন শেরি রহমান

পাকিস্তানের বিতর্কিত ব্লাসফেমি আইন সংশোধনের উদ্যোগ থেকে সরে গেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাংসদ শেরি রেহমান। গত বৃহস্পতিবার তিনি এ কথা জানিয়েছেন।
সরকার ব্লাসফেমি আইন সংশোধনের প্রস্তাব নাকচ করে দেওয়ার পর যে গুটি কয়েক সাংসদ এ নিয়ে কথা বলছিলেন শেরি রহমান ছিলেন তাঁদের একজন।
গত মাসে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকাণ্ডের পর থেকে ব্লাসফেমি আইন সংশোধনের বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছিল। তাসিরের এক দেহরক্ষী হত্যার দায় স্বীকার করে জানিয়েছেন, ব্লাসফেমি আইনের বিরুদ্ধে কথা বলায় তিনি তাসিরকে হত্যা করেছেন।
পাকিস্তানে এই আইনের অধীনে শত শত মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছে। সমালোচকেরা বলছেন, এই আইনের সুযোগ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হয়ে থাকে।
মহানবী হজরত মুহাম্মদকে (স.) নিয়ে সমালোচনার অভিযোগে গত নভেম্বরে আছিয়া বিবি নামের এক খ্রিস্টান নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই ঘটনার পর থেকে ব্লাসফেমি আইনের বিরুদ্ধে জোর সমালোচনা শুরু হয়।

No comments

Powered by Blogger.