কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থী চূড়ান্ত করবেন সোনিয়া-মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থিতা চূড়ান্ত করবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরাই ঠিক করবেন কোন দল কোন আসনে লড়বে আর কোন দল কত আসন পাবে।
কংগ্রেস হাইকমান্ড থেকে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের কাছে ওই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের বিশেষ কমিটির গত বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থিতা চূড়ান্ত করবেন। বৈঠকে তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনের একক ক্ষমতা দেওয়া হয়েছে। বৈঠকে বলা হয়, নেত্রী যাঁকে উপযুক্ত প্রার্থী মনে করবেন, তাঁকেই তিনি মনোনয়ন দেবেন। শুধু তা-ই নয়, কংগ্রেসের সঙ্গে আসন রফা প্রশ্নেও মমতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সাধারণত দলীয় প্রার্থী মনোনয়নের আগে কোনো কোনো মনোনয়নপ্রত্যাশী নিজের শক্তি ও সমর্থন দেখানোর জন্য এলাকার লোকজন নিয়ে মিছিল করে নেত্রীর কাছে যান।

No comments

Powered by Blogger.