আজ মাঠে ফিরছেন মাশরাফি

অনেক উত্তেজনা, নাটক আর রং বদলানোর পর রোমাঞ্চকর এক মোড়ে দাঁড়িয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। আজ শেষ দিনে নির্ধারিত হবে—আবাহনী শিরোপা পুনরুদ্ধার করবে নাকি প্রথম শিরোপা জিতবে গাজী ট্যাংক ক্রিকেটার্স।
দিনটা আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আরেক কারণে। চোটের কারণে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া মাশরাফি বিন মুর্তজা খেলবেন এই ম্যাচে। বিকেএসপিতে আবাহনী-বিকেএসপি ম্যাচ খেলার সময় ছিটকে পড়েছিলেন মাঠ থেকে। ছিটকে গেছেন বিশ্বকাপের ১৫ জনের দল থেকেও। ফতুল্লায় আজ আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়েই আবার ফিরছেন।
দিনের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপিতে গাজী লড়বে বিমানের বিপক্ষে। সর্বশেষ রাউন্ডের আগ পর্যন্ত সমান পয়েন্ট ছিল আবাহনী-গাজীর। কিন্তু গত ম্যাচে আবাহনী জিতলেও সিসিএসের কাছে ১ রানে হেরে খানিকটা পিছিয়ে পড়ে গাজী। ২৪ পয়েন্ট আবাহনীর, গাজীর ২২। আজ লিগের শেষ ম্যাচে আবাহনী তাই জিতলেই চ্যাম্পিয়ন। হারলেও সুযোগ থাকবে, সে ক্ষেত্রে কামনা করতে হবে গাজীর পরাজয়ও।
গাজীকেও শুধু জিতলে চলবে না, আবাহনীর হারের জন্যও প্রার্থনা করতে হবে। ধানমন্ডি মাঠে ওল্ড ডিওএইচএস আর সিসিএসের ম্যাচটি শিরোপা লড়াইয়ে কোনো প্রভাব ফেলবে না। তবে পয়েন্ট টেবিলে অবস্থানের কারণে জিততে চাইবে দুদলই।

No comments

Powered by Blogger.