ফিলিস্তিনে আগামী জুলাইয়ে স্থানীয় নির্বাচন

ফিলিস্তিনে আগামী ৯ জুলাই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৬ সালের পর দেশটিতে এটাই প্রথম নির্বাচন। ফিলিস্তিনি সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, মন্ত্রিসভায় ৯ জুলাই স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলেও সূত্র জানায়। গত বছরের ১৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হামাস নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলে ওই নির্বাচন স্থগিত করা হয়।
বর্তমানে হামাস গাজা উপত্যকা শাসন করছে। হামাসের আগের সিদ্ধান্তে এখনো পরিবর্তন আসেনি। কাজেই স্থানীয় নির্বাচন পশ্চিম তীরেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চীম তীর শাসন করছে।
২০০৬ সালে ফিলিস্তিনে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২০০৫ সালে সর্বশেষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.