রাশিয়ায় হামলার নির্দেশ দেন চেচেন বিদ্রোহী নেতা দকু উমারভ

গত মাসে রাশিয়ার ব্যস্ততম বিমানবন্দরে হামলার নির্দেশ দিয়েছিলেন চেচনিয়াভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীর প্রধান দকু উমারভ। গত সোমবার একটি ইসলামি ওয়েবসাইটে (www.kavkazcenter.com) প্রকাশিত একটি ভিডিওচিত্রে উমারভ হামলার দায় স্বীকার করেছেন।
গত ২৪ জানুয়ারি মস্কোর দোমোদেদোভে বিমানবন্দরে ওই হামলায় ৩৬ জন নিহত হয়। আহত হয় দেড় শতাধিক মানুষ।
উত্তর ককেশাসের স্বায়ত্তশাসনের দাবিতে এ রকম হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে উমারভ বলেন, তিনি আল্লাহর নামে কাজ করছেন। উত্তর ককেশাসকে স্বাধীন ইসলামি রাজ্যে পরিণত করাই তাঁর এ হামলার মূল লক্ষ্য। উত্তর ককেশাসে রাশিয়ার হামলার প্রতিশোধ নিতেই ওই হামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিদেশিদের হত্যার লক্ষ্যে আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যর্থনা কক্ষে ওই হামলা চালানো হয়।
সম্প্রতি উত্তর ককেশাসে জঙ্গি নির্মূলে রাশিয়ার নেওয়া পদক্ষেপের সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। বিশেষ অভিযানের নামে রাশিয়া ওই এলাকায় জঙ্গিদের সঙ্গে সাধারণ নাগরিকদের ওপরও অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেছে সংগঠনগুলো।

No comments

Powered by Blogger.