মোবারক বিশ্বের শীর্ষ ধনী

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক সম্ভবত বিশ্বের সেরা ধনী। তাঁর সম্পদের পরিমাণ প্রায় সাত হাজার কোটি মার্কিন ডলার। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল এ কথা জানায়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সুইস ও অন্যান্য বিদেশি ব্যাংকে মোবারকের নগদ অর্থ জমা রয়েছে। এ ছাড়া ম্যানহাটন, লন্ডন এবং বেভারলি হিলসে তাঁর অনেক জায়গাজমি ও ভবন আছে । সব মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ প্রায় সাত হাজার কোটি মার্কিন ডলার।
পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এত দিন বিশ্বের সেরা ধনী হিসেবে পরিচিত ছিলেন মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস স্লিম হিলু। তাঁর সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার। মোবারক তাঁর চেয়ে অনেক এগিয়ে আছেন। এ ছাড়া মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের বিল গেটসও মোবারকের অনেক পেছনে পড়ে গেছেন। বিল গেটসের সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৩০০ কোটি ডলার।
মোবারকের এই বিপুল পরিমাণ সম্পদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমেনি জামাল বলেন, এটা হচ্ছে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের ফসল।

No comments

Powered by Blogger.