জর্ডানে আরও ১০ লাখ ডলারের পণ্য রপ্তানি করবে প্রাণ

চলতি বছর জর্ডানে আরও ১০ লাখ মার্কিন ডলারের সমমূল্যের পণ্য রপ্তানি করবে প্রাণ।
এ ব্যাপারে জর্ডানের আমদানিকারক প্রতিষ্ঠান ফারায়া ট্রেডিং করপোরেশন লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।
ফারায়া ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান ইউসেফ এইচ আজিজুর রহমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে মিজানুর রহমান এই চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ-আরএফএলের রপ্তানি ব্যবস্থাপক গাজী এম এ পলাশ, ব্র্যান্ড ব্যবস্থাপক (রপ্তানি) আরিফুর রহমান এবং ফারায়া ট্রেডিং কপোরেশনের ওমর আলী তালেবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপ বিশ্বের ৭৭টি দেশে পণ্য রপ্তানি করছে। ভবিষ্যতে রপ্তানি বাণিজ্যে প্রাণ-আরএফএল আরও অগ্রসর হবে। কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে অবদানের জন্য প্রাণ-আরএফএল গ্রুপ সাতবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে পুরস্কার পেয়েছে।
ইউসেফ এইচ আজিজুর রহমান বলেন, আরব দেশগুলোতে প্রাণের পণ্য খুবই জনপ্রিয়। জর্ডানেও এটি ব্যাপক পরিচিতি লাভ করছে।

No comments

Powered by Blogger.