সিউলকে আবারও আলোচনার প্রস্তাব পিয়ংইয়ংয়ের

উত্তর কোরিয়া তাঁর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে আবারও আলোচনার প্রস্তাব দিয়েছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সিউলের সঙ্গে শর্তহীন ও দ্রুত আলোচনা শুরু করতে চায়। উত্তর কোরিয়ার একত্রীকরণ কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
এদিকে সিউলের পক্ষ থেকে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের কাছ থেকে পাওয়া নতুন এই আহ্বান তারা পর্যালোচনা করে দেখবে। এ সপ্তাহের শুরুর দিকে সিউলকে নতুন করে আলোচনায় বসতে একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল পিয়ংইয়ং। তবে পিয়ংইয়ংয়ের ওই প্রস্তাবকে নিছক প্রচারণা বলে সিউল তা নাকচ করে দেয়। এরপর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আবারও নতুন করে আলোচনার এই প্রস্তাব দেওয়া হলো।
এ ছাড়া পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আবারও দুই দেশের সীমান্তের কাছে একজন সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ করার কথা ভাবছে।

No comments

Powered by Blogger.