দ্বিতীয় দিনটা পাকিস্তানের

টেস্ট দলে তাঁর আগমন পাকিস্তান যখন ঝড়ে টলোমলো। স্পট ফিক্সিং কেলেংকারির ঝড়। আসাদ শফিক ঝড়ে বুক পেতে দিতেই ভালোবাসেন। আবুধাবি টেস্টে অভিষেকে ১১৮ বলে ৬১ রানের একটা ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছিলেন, ঝড়ে পড়া জাহাজের হাল শক্ত করে ধরে রাখার সাহস তাঁর আছে।
কাল হ্যামিল্টনে চা-বিরতির আগে ৩৫ রানের ব্যবধানে তিন সেট ব্যাটসম্যানকে হারিয়ে পাকিস্তান দল যখন আবারও ঝড়ের মুখে, শফিক দাঁড়িয়ে গেলেন বুক চিতিয়ে। দাঁড়ালেন আরেকজন। স্পট ফিক্সিংয়ের ঝড় যাঁকে শুধু দলেই ফিরিয়ে আনেনি, এনেছে একেবারে অধিনায়ক করে। মিসবাহ-উল হক। শফিকের ৭৪, মিসবাহর ৫০ আর পঞ্চম উইকেটে এই দুজনের ১২৮ রানের জুটি লিডের পথে নিয়ে যাচ্ছে পাকিস্তানকে। প্রথম ইনিংসে ২৭৫ রানে অলআউট হওয়া নিউজিল্যান্ডের চেয়ে মাত্র ৪০ রানে পিছিয়ে তারা। হাতে এখনো ছয় উইকেট।
সব মিলে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনটি পাকিস্তানের। প্রথম দিনের সঙ্গে আর ১৫ রান যোগ করতেই নিউজিল্যান্ডের তিনটি উইকেট তুলে নিয়েছে পাকিস্তান। উমর গুলের করা দিনের তৃতীয় বলেই ফিরে গেছেন আগের দিন বেশ ভোগানো টিম সাউদি। ব্রেন্ট আরনেল শিকার হয়েছেন তানভির আহমেদের। তানভির ফিরিয়েছেন প্রায় ৫০ ওভার ধরে উইকেট আঁকড়ে থাকা কেন উইলিয়ামসনকেও। ২০ বছর বয়সী ব্যাটসম্যান অবশ্য তাঁর আগে ফিফটি তুলে নিয়েছেন।
কিউই বোলারদের শুরুটাও ভালো হয়েছিল। প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের রানের খাতায় তখন জমা পড়েনি কিছুই। তৌফিক উমর আর আজহার আলীর জুটিতে লাঞ্চটা স্বস্তি নিয়েই সেরেছে পাকিস্তানের। অস্বস্তি বাড়ছিল নিউজিল্যান্ডের। লাঞ্চের পরের ষষ্ঠ ওভারে দুজনের ৭২ রানের জুটিটি ভাঙেন ক্রিস মার্টিন। এ সময়ই দ্রুত তিনটি উইকেট হারায় পাকিস্তান।
চার বছর টেস্ট দলে ফেরার পর বড় একটা ইনিংস খেলার আভাস বেশ কয়েকবার দিয়েও পারেননি তৌফিক। এবারও আউট হয়েছেন ৫৪ রান করে। ইউনুস খান আউট হয়েছেন ২৩ রানে। মার্টিন আর আরনেলের দুই জোড়া শিকারে ১০৭ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। এর পরই অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন শফিক।

No comments

Powered by Blogger.