মানুষ প্রথম কাপড় পরা শেখে পৌনে দুই লাখ বছর আগে

মানুষ প্রথম বস্ত্র পরিধান করে আজ থেকে এক লাখ ৭০ হাজার বছর আগে। নতুন একটি গবেষণায় এ দাবি করা হয়েছে।
গবেষক দলের নেতৃত্ব দেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ডেভিড রিড।
মলিকিউলার বায়োলজি ও ইভলিউশন জার্নালের গবেষণায় দেখা যায়, প্রায় এক লাখ বছর আগে বিষুবরেখা থেকে দূরবর্তী স্থানসমূহে বরফ যুগ শুরু হয়। এরও ৭০ হাজার বছর আগে আধুনিক মানুষ প্রথম কাপড় পরিধান শুরু করে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ইয়ান গিলিগান বলেন, আধুনিক মানুষ নিয়মিতভাবে কাপড় পরিধান শুরু করে সম্ভবত বরফ যুগেই।

No comments

Powered by Blogger.