আফগানিস্তানে ঘুষ নেওয়ার দায়ে মার্কিন সেনার কারাদণ্ড

আফগানিস্তানে একজন ঠিকাদারের কাছ থেকে দফায় দফায় চার লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার দায়ে গত শুক্রবার সাবেক এক মার্কিন সেনাকে (আর্মি স্টাফ সার্জেন্ট) ৯০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচার বিভাগ জানায়, মার্কিন জেলা জজ টি এস এলিস ঘুষ নেওয়ার দায়ে স্টিভান নাথান রিঙ্গোকে চার লাখ আট হাজার ৪৯৫ ডলার অর্থদণ্ডের নির্দেশ দেন। রিঙ্গো গত বছরের ২৪ সেপ্টেম্বর ঘুষ নেওয়ার দায় স্বীকার করেন।
রিঙ্গো স্বীকার করেন, ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের ফ্রেব্রুয়ারি মাসের মধ্যে তিনি তেল চুরি করার সুযোগ দেওয়ার বিনিময়ে সরকারি এক ঠিকাদারের কাছ থেকে দফায় দফায় চার লাখ ডলারের বেশি ঘুষ নেন।

No comments

Powered by Blogger.