শপথ নিলেন ক্যালিফোর্নিয়ার নতুন গভর্নর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নতুন গভর্নর হিসেবে শপথ নিয়েছেন জেরি ব্রাউন। তিনি আর্নল্ড শোয়ার্জেনেগারের স্থলাভিষিক্ত হলেন। ৭২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ব্রাউন এর আগে ১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই রাজ্যে গভর্নরের দায়িত্ব পালন করেন। তিনি তিন দফায় ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়া দ্বিতীয় ব্যক্তি।অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেনটোতে গত সোমবার শপথ অনুষ্ঠানে ব্রাউন বলেন, ‘সামনের দিনগুলোতে ক্যালিফোর্নিয়ার আর্থিক সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন মনোবল বৃদ্ধি ও ত্যাগের মানসিকতা।’ অনুষ্ঠানে শোয়ার্জেনেগার উপস্থিতছিলেন।ব্রাউনের প্রথম কাজ হবে একটি নতুন বাজেট প্রণয়ন করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী সপ্তাহে আমার উপস্থাপিত বাজেট আমার জন্য কষ্টদায়ক হলেও তাতে সততা থাকবে।’ তিনি রাজ্যের আর্থিক খাতের ব্যাপারে স্বচ্ছ থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এখানে কোনো ধোঁয়াশা থাকবে না। ১৯৭৫ সালে মাত্র ৩৬ বছর বয়সে তিনি প্রথম ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন।

No comments

Powered by Blogger.