২০১০ সালে বেশি দেখা গেছে কিম জং ইলকে

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল তাঁর কর্মকাণ্ডে ২০১০ সালে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। গত বছরই জনসমক্ষে সবচেয়ে বেশি দেখা গেছে তাঁকে। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গত বছর মাঠপর্যায়ের নেতৃত্ব দিতে গিয়ে কিম জং ইল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ১৬১ বার সফর করেন। ১৯৯৪ সালে ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরে এটিই ছিল তাঁর সর্বোচ্চ সফর। ২০০৮ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড ঝিমিয়ে পড়ে। সে বছর তিনি ৯৭ বার এ ধরনের সফর করেন। ২০০৯ সালে তা ১৫৯ বারে উন্নীত হয়।ধারণা করা হচ্ছে, কিম (৬৮) তাঁর ছোট ছেলে কিম জং উনের (২৭) হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। হবু নেতাকে গড়ে তোলার অংশ হিসেবেই গত বছর নানা স্থানে মাঠপর্যায়ে নেতৃত্বের উদ্দেশ্যে ভ্রমণের সময় উনেকে অন্তত ১২ বার সঙ্গে নেন কিম।গত সেপ্টেম্বরে উনকে চার তারকার জেনারেলের পদোন্নতি দেওয়া হয়। সেই সঙ্গে কমিউনিস্ট পার্টির শীর্ষ পদ দেওয়া হয়। টহল জোরদার: উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে ডুবোজাহাজ-বিধ্বংসী অতিরিক্ত পাঁচটি টহল বিমান মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। গত শনিবার সে দেশের সেনাবাহিনী এসব বিমান মোতায়েন করে। গতকাল জুংঅং ইলবো প্রত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সে দেশের পশ্চিম ও পূর্ব উপকূল সুরক্ষা দিতে বিশেষ বিমান মোতায়েন করা হয়েছে।

No comments

Powered by Blogger.