ডিএসইতে লেনদেনের শুরুতে চাঙাভাব

চাঙাভাবের মধ্য দিয়ে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে। একই সঙ্গে দাম বেড়েছে বেশির ভাগ শেয়ারের। বেলা পৌনে ১২টা পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১৮২ পয়েন্ট বেড়ে আট হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময়ে মোট লেনদেন হয়েছে ৪০৯ কোটি টাকা।
এখন পর্যন্ত লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—গ্রামীণফোন, এনবিএল, তিতাস গ্যাস, ইউসিবিএল, গোল্ডেন সন, বেক্সিমকো, আফতাব অটো, বে লিজিং, সাইথ ইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক।

No comments

Powered by Blogger.