৮০ হাজার টন খাদ্যশস্য কেনার প্রস্তাব অনুমোদন

৮০ হাজার টন খাদ্যশস্য কিনবে সরকার। এর মধ্যে রয়েছে ৫০ হাজার টন গম এবং ৩০ হাজার টন সেদ্ধ চাল। এতে ব্যয় হবে ২৩২ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই খাদ্যশস্য কেনার দুটি দর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, গম কেনা হবে ইমসন্স ইন্টারন্যাশনাল নামে একটি দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে। এতে প্রতি টনের দর পড়বে ৩৬১ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় ১২৭ কোটি ৬১ লাখ ৩৫ হাজার টাকা।
আর চাল কেনা হবে সিঙ্গাপুরের ইন্দো-সিনো ট্রেড প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে। প্রতি টন চালের দর পড়বে ৪৯১
দশমিক ৮০ ডলার। এতে মোট ব্যয় হবে ১০৪ কোটি ৩১ লাখ সাত হাজার ৮০০ টাকা।

No comments

Powered by Blogger.