পাকিস্তানে বিপুল ব্যয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ও সচিবালয় সংস্কার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকারি বাসভবন ও সচিবালয় ভবন সংস্কারে সে দেশের মুদ্রায় সাত কোটি ৪০ লাখ রুপি ব্যয় হয়েছে। পার্লামেন্টে পেশ করা নথিপত্র থেকে এ তথ্য জানা যায়।
গত বুধবার গৃহায়ণ ও পূর্তমন্ত্রী রেহমাতুল্লাহ কাকার প্রধানমন্ত্রীর বাসভবন ও সচিবালয়ের সংস্কারসংক্রান্ত দুটি পৃথক হিসাব পার্লামেন্টে পেশ করেন। গত ৩০ মাসে এই সংস্কারকাজ শেষ হয়। প্রধানমন্ত্রীর সচিবালয় ভবনে যে ব্যয় হয়েছে, এর দ্বিগুণের বেশি ব্যয় হয়েছে তাঁর বাসভবনের কাজে।
পার্লামেন্টে কাকার বলেন, গত ৩০ মাসে প্রধানমন্ত্রীর বাসভবন সংস্কারে পাঁচ কোটি তিন লাখ রুপি ব্যয় হয়েছে। নথিপত্রে দেওয়া হিসাব অনুযায়ী, সংস্কারকাজে ৬৬ লাখ রুপি ব্যয় হয়েছে বিভিন্ন জিনিস কেনার পেছনে। ছোটখাটো কাজে ব্যয় হয়েছে ৬৫ লাখ রুপি। তিন কোটি ৭১ লাখ রুপি ব্যয় হয়েছে মেরামত, রক্ষণাবেক্ষণের উপকরণ কেনা ও অন্যান্য কাজে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সচিবালয় ভবন মেরামতে মোট ব্যয় হয়েছে দুই কোটি ৩৮ লাখ ৫০ হাজার রুপি। এনডিটিভি অনলাইন।

No comments

Powered by Blogger.