ভিয়েতনামে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে রাশিয়া

রশিয়া ও ভিয়েতনামের মধ্যে গতকাল রোববার পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনাবিষয়ক ৫৬০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভিয়েতনামে সর্বপ্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়া আর্থিক ও কারিগরি সহায়তা দিতে যাচ্ছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার পক্ষে চুক্তিতে সই করেন সে দেশের পরমাণু জ্বালানি কোম্পানি রোসাটোম করপোরেশনের প্রধান সেরগেই কিরিইয়েনকো এবং ভিয়েতনামের পক্ষে সই করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী। চুক্তি অনুযায়ী রাশিয়া ভিয়েতনামে প্রাথমিকভাবে দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। প্রত্যেকটি কেন্দ্রের উৎপাদনক্ষমতা হবে ১ দশমিক ২ গিগা ওয়াট।
ভিয়েতনাম ২০৩০ সালের মধ্যে তার পাঁচটি প্রদেশে আটটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। এগুলোর উৎপাদনক্ষমতা হবে ১৫ গিগাওয়াট, যা সে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ।
প্রাথমিকভাবে ভিয়েতনাম চারটি কেন্দ্রের নির্মাণকাজ দ্রুত শুরু করতে চায়। ২০২০ সালের মধ্যে অন্তত একটি কেন্দ্র থেকে উৎপাদন চায় হ্যানয়।

No comments

Powered by Blogger.