ডব্লিউটিএ শিরোপা ক্লাইস্টার্সের

২০০৯ সালের ইউএস ওপেনের ফাইনালে কিম ক্লাইস্টার্সের কাছে হেরে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার স্বপ্ন ধূলিসাত্ হয়ে গিয়েছিল ক্যারোলিন ওজনিয়াকির। আবারও সেই একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আরও একবার ওজনিয়াকিকে শিরোপা জয়ের স্বাদ থেকে বঞ্চিত করলেন ক্লাইস্টার্স। ফাইনালে ওজনিয়াকিকে ৬-৩, ৫-৭, ৬-৩ সেটে হারিয়ে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নিয়েছেন বেলজিয়ামের এ তারকা।
সেরেনা উইলিয়ামসকে সরিয়ে মেয়েদের টেনিসে শীর্ষস্থানটার দখল নিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। এক নম্বর হিসেবে বছর শেষ করাটাও নিশ্চিত করেছিলেন কয়েক দিন আগে। ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ শিরোপাটা জিততে পারলেই স্বপ্নের মতো করে শেষ করতে পারতেন বছরটা। কিন্তু ওজনিয়াকির সেই স্বপ্ন পূরণ হতে দেননি কিম ক্লাইস্টার্স।
এ নিয়ে তিনটি ডব্লিউটিএ শিরোপা জমা হলো ক্লাইস্টার্সের ট্রফি কেসে। তবে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশের থেকে ওজনিয়াকিকেই বেশি উত্সাহ দিয়েছেন তিনি। ‘ক্যারোলিন খুবই ভালো খেলেছে। সে এখন যেভাবে খেলছে, সেভাবে খেলতে থাকলে ভবিষ্যতে অনেক সাফল্য পাবে। আর অবশ্যই সে গ্র্যান্ড স্লাম জিতবে’, বলেছেন ক্লাইস্টার্স।

No comments

Powered by Blogger.