প্রথমবারের মতো সামরিক মহড়ায় কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের ছোট ছেলে কিম জং-উন এক সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়। গত সপ্তাহে এক সম্মেলনে কিম জং-উনকে সে দেশের ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির প্রভাবশালী শাখা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হয়। এরপর প্রথমবারের মতো তাঁকে জনসমক্ষে দেখা গেল।
কেসিএনএ জানায়, সামরিক মহড়া পরিদর্শনকালে সে দেশে শীর্ষস্থানীয় কিছু নেতা উনের সঙ্গে ছিলেন। তবে কোথায় বা কখন কিম জং-উন সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন, সে সম্পর্কে কেসিএনএ কিছুই জানায়নি।
উনের সঙ্গে কিম জং-ইলের বোন কিম কিয়ং হুই, তাঁর স্বামী জং সং-থায়েক পরিবারের ধারা বজায় রেখে দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। রয়টার্স।

No comments

Powered by Blogger.