সরে দাঁড়াল রাশিয়া

২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজনের লড়াই থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। এ ছাড়া আর উপায়ও ছিল না। যুক্তরাষ্ট্র লড়াই থেকে সরে দাঁড়ানোয় নিশ্চিত হয়ে গেছে ২০১৮ বিশ্বকাপ হচ্ছে ইউরোপেই। ফিফার নীতি অনুযায়ী টানা দুটো বিশ্বকাপ একই মহাদেশে হয় না। রাশিয়ান ফুটবল ইউনিয়নের মহাব্যবস্থাপক আলেক্সেই সরোকিন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার জন্যই এবার কোমর বেঁধে নামবে তারা। রাশিয়ার সঙ্গে স্বাগতিক হওয়ার লড়াইয়ে আছে ইংল্যান্ড, যৌথভাবে স্পেন-পর্তুগাল ও হল্যান্ড-বেলজিয়াম। রাশিয়া সরে দাঁড়ানোয় ২০২২ বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইটা এখন এশিয়া ও আমেরিকার।

No comments

Powered by Blogger.