আজ শুরু বাংলাদেশের অভিযান

আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগের দিন কোচ চলে গেলেন বিদেশে! শ্রীলঙ্কায় কোচদের সেমিনারে অংশ নিতে কোচ গোলাম রব্বানির (ছোটন) যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠল টুর্নামেন্ট শুরুর সংবাদ সম্মেলনে। প্রশ্ন উঠল অপর্যাপ্ত অনুশীলন নিয়েও। মাস দেড়েকের প্রস্তুতিতে বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ? কোনো বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলা হয়নি। তাহলে স্বাগতিক হয়ে লাভ কী? এসব বিতর্ক আর সমালোচনা মাথায় নিয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল বাছাইপর্বের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের।
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শেষ বিকেলে শেষবারের মতো অনুশীলন করলেন মাইনু মারমা, সাবিনা, অনন্যারা। জর্ডান সম্পর্কে তাঁদের জানার পরিধিটা সামান্যই। তার পরও বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ‘কোচ আমাদের জর্ডানের ম্যাচের ভিডিও সিডি দেখিয়েছেন’—জানালেন মিডফিল্ডার অনন্যা। অ্যাথলেট ছেড়ে বছরখানেক ধরে ফুটবল খেলা লেফটব্যাক মিরোনার কথা, ‘এই দলে আন্তর্জাতিক ম্যাচ খেলা বেশ কয়েকজন খেলোয়াড় আছেন। আমিও গত ইন্দো-বাংলা গেমসে খেলেছি। বিদেশি কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারলেও আমরা আত্মবিশ্বাসী। চাইব, মাঠে নিজেদের সেরাটা দিতে।’ অধিনায়ক মাইনুও ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী, ‘আমাদের লক্ষ্য প্রতি ম্যাচে পয়েন্ট নিয়ে জেতা।’ তবে দলের বর্তমান কোচ মাহমুদ আলম জয়ের ব্যাপারে অতটা জোর দিতে পারলেন না, ‘এই দলের বেশির ভাগই নতুন। প্রথমে এদের বেসিক শেখাতে হয়েছে। মাত্র দেড় মাসের অনুশীলনে তবু এদের আধুনিক ফুটবলের কলাকৌশল শেখাতে পেরেছি। এই টুর্নামেন্টকে কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’ জর্ডানের কোচ মাহের আবু হান্ডোস অবশ্য বাংলাদেশকে নিয়ে ভাবছেন না। তিনি ভাবছেন ইরান ও ভারতকে নিয়ে। হান্ডোসের কাছে কঠিন প্রতিপক্ষ গ্রুপের এই দুই দলই, ‘ভারত ও ইরান একই রকম ফুটবল খেলে। ওদের সঙ্গে লড়াইটা কঠিন হবে।’
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে ইরান। ভারতের বাঙালি কোচ শুক্লা দত্ত, ভারতের মহিলা দলের অধিনায়কও ছিলেন একসময়। জানালেন, তাঁদের প্রস্তুতি হয়েছে লক্ষেৗতে। নানা প্রদেশ থেকে উঠে আসা মেয়েদের নিয়ে দলটা গড়া হলেও সবার মধ্যে আছে দারুণ বোঝাপড়া। ঢাকা আসার আগে তাঁরা ছেলেদের অনূর্ধ্ব-১৩ দল ও উত্তর প্রদেশের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলে এসেছেন। অধিনায়ক ও স্ট্রাইকার কমলা দেবী গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারই আশায় রয়েছেন, ‘চূড়ান্ত পর্বে উঠতে চ্যাম্পিয়ন হওয়ার কোনো বিকল্প নেই। ওই চ্যালেঞ্জটা নিতে উদগ্রীব হয়ে আছি।’

No comments

Powered by Blogger.