লেবাননে ফিলিস্তিনিদের কাজের অনুমতি

দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনি শরণার্থীদের কাজের অনুমতি দিয়ে আইন পাস করেছেন লেবাননের আদালত। এ আইন সার্বিকভাবে তাদের জীবন পরিবর্তনে খুব একটা প্রভাব ফেলবে না। কারণ, লেবাননে সরকারি কোনো কাজে ফিলিস্তিনিরা যোগ দিতে পারবে না। এ ছাড়া তারা সেদেশে সম্পত্তি কেনারও অধিকার পায়নি।
লেবাননে বর্তমানে প্রায় চার লাখ ফিলিস্তিনি বাস করছে। তাদের অনেকেই এখনো শরণার্থী শিবিরে বাস করছে, যেখানকার পরিবেশ অত্যন্ত দুর্বিষহ।
নতুন আইন অনুযায়ী ফিলিস্তিনিরা বেসরকারি খাতে কাজের অনুমতি পেয়েছে। তাদের জন্য সামাজিক নিরাপত্তা তহবিল থাকবে। কাজ করার সময় দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ কিংবা অবসরকালীন ভাতাও পাবে তারা।
ফিলিস্তিনিরা বেসরকারি খাতে কাজ করতে পারলেও চিকিৎসক কিংবা প্রকৌশলী হিসেবে কাজ করতে পারবে না। কারণ, এ পেশাগুলোতে লেবাননী সিন্ডিকেটের সদস্য হওয়া বাধ্যতামূলক।
কর্তৃপক্ষের অগোচরে অনেক ফিলিস্তিনিই আগে ক্যাম্পের বাইরে কাজ করত। এখন এ কাজ বৈধতা পেল। তবে অনেকে আবার আগের অবস্থাকেই ভালো মনে করছে।

No comments

Powered by Blogger.