রিয়ালের ‘মেসি’ ওজিল

রিয়ালের চোখে তো পড়েছিলেনই। উদগ্রীব ছিলেন মেসুত ওজিল নিজেও। ইচ্ছাপূরণ হওয়ায় খুবই উচ্ছ্বসিত জার্মানির ২১ বছর বয়সী বিশ্বকাপ তারকা। রিয়ালের যাত্রাটাকে তরুণ এই মিডফিল্ডার দেখছেন নিজের ক্যারিয়ারের অগ্রযাত্রা হিসেবে। ‘এটা আমার ক্যারিয়ারের সামনের ধাপ।’ জার্মানি স্কাইকে বলেছেন তিনি।
রিয়ালে এসে খুশি। তবে ছেড়ে আসা ভেরডার ব্রেমেনকেও শ্রদ্ধা জানাতে ভুল করেননি। শালকে জিরো ফোর থেকে ব্রেমেনে নাম লেখান ২০০৮ সালের জানুয়ারিতে। তার পর থেকেই সবকিছু ঘটতে থাকে নাটকীয়ভাবে। ওজিল নিজেও মানছেন, ব্রেমেনেই আজকের ওজিল হয়েছেন তিনি।
আগের দিনই নিশ্চিত হয়েছে ব্রেমেন ছেড়ে তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়া। স্বাস্থ্যপরীক্ষার পর গতকালই সেরে ফেলা হয়েছে ছয় বছরের চুক্তি। মানে ২০১৬ পর্যন্ত ওজিল হয়ে গেলেন রিয়ালের। গতকালই রিয়ালের জার্সিও পেয়েছেন, যদিও নম্বরটা ঠিক হয়নি।
ব্রেমেন অতীত, ওজিলের বর্তমান ও ভবিষ্যৎ—দুটোই এখন রিয়াল। ওজিল ঠিকানা বদলেছেন ১ কোটি ৫০ লাখ ইউরোর চুক্তিতে। অজানা নয় এখন রিয়ালের প্রতি ওজিলের অত্যুৎসাহী হওয়ার কারণটাও। জার্মানির এই তরুণ তারকা বলেছেন, কোচ মরিনহোর কারণেই তিনি রিয়ালে গেছেন, ‘কোচ (মরিনহো) আমাকে চাইলেন। রিয়াল শক্তিশালী দল। কিন্তু আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
রিয়ালের প্রধান প্রতিপক্ষ বার্সেলোনার প্রাণভোমরা ফিফার বর্তমান বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি। ব্রেমেনে ওজিলকে ডাকা হতো ‘জার্মানির মেসি’ বলে। দুই মৌসুম ধরে সাফল্যখরা ঘোচাতে রিয়ালের চাই একজন মেসি। ব্রেমেনে হয়েছিলেন ‘জার্মানির মেসি’। এবার রিয়ালে এসে তাঁর ‘রিয়ালের মেসি’ হয়ে ওঠার চ্যালেঞ্জ। মরিনহো তো বলে দিয়েছেন আগামী এক দশক স্প্যানিশ ফুটবলে রাজত্ব করবেন ওজিল! রিয়ালেও জার্মান সঙ্গটা পাবেন তিনি। কারণ তাঁর আগেই স্টুটগার্ট ছেড়ে রিয়ালে নাম লিখিয়েছেন জার্মানির আরেক বিশ্বকাপ তারকা সামি খেদিরা।

No comments

Powered by Blogger.