এক ম্যাচ নিষিদ্ধ রণদিভ

নাম রণদিভ। কিন্তু রণে ভঙ্গ দিয়ে সুরাজ রণদিভ গত ম্যাচে যা করেছেন, তা একটা ক্রিকেট-কলঙ্ক। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এই কলঙ্ক মোছার উপায় খুঁজতে কাল জরুরি বৈঠক করেছে। ছয় সদস্যের বিশেষ কমিটির কাছে মনে হয়েছে, রণদিভ ক্রিকেটের চেতনাবিরোধী কাজই করেছেন। আর তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না এই স্পিনারের। পুরো ম্যাচ ফিও কেটে নেওয়া হয়েছে তাঁর।
ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে তিলকরত্নে দিলশানেরও। এই মারকুটে ব্যাটসম্যানের অপরাধ, রণদিভকে নো বল করতে প্ররোচিত করা। সেদিনের ম্যাচের ওই সময়টার ভিডিও ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এসএলসির বিশেষ কমিটি। সেখানেই ধরা পড়েছে, দিলশান তাঁর দিল্লি ডেয়ারডেভিল-সতীর্থ শেবাগের সেঞ্চুরি আটকাতে প্ররোচিত করেছেন রণদিভকে। ওই সময় কভার পয়েন্টে ফিল্ডিং করছিলেন দিলশান। সেখান থেকেই তিনি সিংহলিজ ভাষায় চিৎকারে করে রণদিভকে নাকি বলেছেন, ‘তুই চাইলে নো বল করতে পারিস।’ এর পরের ছবিটা তো সবার জানা। দাগের প্রায় এক ফুট সামনে পা ফেলে বল ডেলিভারি করেছেন। এত সামনে পা ফেলে এর আগে কেউ কখনো নো বল করেছে কি না—ভারতীয় মিডিয়া তুলছে এই প্রশ্নটাও।
বিশেষ কমিটিই সাঙ্গাকারাকে কোনো জরিমানা করেনি। তবে অধিনায়ককে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। কাল বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার দল আর দলের অর্জন নিয়ে গর্বই করে এসেছে এত দিন। তবে ভদ্রলোকের খেলাটিতে শৃঙ্খলা বজায় রাখাও খুবই জরুরি, বিশেষ করে শ্রীলঙ্কা যেখানে টানা দুই বছর আইসিসির স্পিরিট অব দ্য গেম পুরস্কার জিতেছে।’
এসএলসি নিজ উদ্যোগে বিষয়টি তদন্ত করে দেখায় সাধুবাদ জানিয়েছে আইসিসি। তবে এটি পরিষ্কার নয়, এসএলসির পর আইসিসিও আলাদা রণদিভকে কোনো শাস্তি দেবে কিনা। এর আগে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছিলেন, ‘এই নো বলটি ইচ্ছাকৃত ছিল কি না, এখন সেটিই দেখার বিষয়। এরপর আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
প্রথম প্রথম রণদিভের পক্ষে দাঁড়ানো সাঙ্গাকারাও কাল সুর পাল্টে পুরো দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। এসএলসি শাস্তি ঘোষণার আগেই শ্রীলঙ্কা অধিনায়ক বলছেন, ‘যে খেলোয়াড় এটি করেছে তাকে শাস্তি পেতেই হবে। কারণ এটা ক্রিকেটের চেতনাবিরোধী।’
এসব ঘটনার ঘনঘটার মধ্যেই আজ আবার মাঠে নামতে হচ্ছে সাঙ্গাকারার দলকে। বিতর্কের একটা চাপ তো আছেই, পয়েন্ট টেবিলের অবস্থানও চাপে রেখেছে শ্রীলঙ্কাকে। তিন দলের প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতেছে, একটি হেরেছে। কিন্তু শুধু শ্রীলঙ্কাই কোনো বোনাস পয়েন্ট পায়নি। ফলে নিউজিল্যান্ড-ভারতের পয়েন্ট ৫ হলেও, শ্রীলঙ্কার পয়েন্ট ৩।
রণদিভকে দলের বাইরে রেখে মাঠে নামার পরিকল্পনা করা শ্রীলঙ্কা আপাতত খেলাতেই মনোযোগ দিতে চায়। সাঙ্গাকারা সেই বার্তা দিয়েছেন দলকে। আজ যে তাদের অনেকটা বাঁচামরার লড়াই।

No comments

Powered by Blogger.