অস্ট্রেলিয়া যাবেন তামিম

ব্যাটিং করতে গেলে এখনো ব্যথা হচ্ছে বাঁ হাতের উল্টো পিঠে। জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে তাই চেকআপের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সূত্রে জানা গেছে, ভিসা হয়ে গেলে সহসাই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন তামিম।
কাল রাতে তামিমও জানিয়েছেন একই কথা, ‘অস্ত্রোপচার লাগবেই এমন কোনো কথা নেই। তবে বোর্ড থেকে বলা হয়েছে, মানসিক স্বস্তির জন্য হলেও তারা আমাকে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া পাঠাবে চেকআপ করাতে। ফিজিওর সঙ্গে কথা বলেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।’
তামিমের হাতের পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠেছিল গত ইংল্যান্ড সফরেও। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক তখন বলেছিলেন, খেলতে গিয়ে যদি আবার ব্যথা অনুভব করেন, তাহলে অস্ত্রোপচার লাগলেও লাগতে পারে। অস্ট্রেলিয়ায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরই বোঝা যাবে, অস্ত্রোপচার কতটা জরুরি।

No comments

Powered by Blogger.