ভারতে মাওবাদীদের নতুন শর্ত

ভারতীয় মাওবাদীদের জ্যেষ্ঠ নেতা কোতেস্বরা রাও ওরফে কিষেনজি বলেছেন, দুই পক্ষের মধ্যে বৈঠকের আগে মাওবাদীদের সঙ্গে ভারতীয় সরকারকেও যুগপৎ যুদ্ধবিরতির ঘোষণা করতে হবে। আর সরকারের জন্য এটাই শান্তি প্রতিষ্ঠার সর্বশেষ সুযোগ।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও মাওবাদীদের বিদ্রোহকে দেশটির নিরাপত্তার জন্য বড় ধরনের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে সরকার বৈঠকের জন্য মাওবাদীদের একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানায়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, শান্তিপ্রক্রিয়া শুরুর লক্ষ্যে মাওবাদীদের ৭২ ঘণ্টার জন্য সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। তবেই কেন্দ্রীয় সরকার আক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে শান্তি আলোচনায় মাওবাদীদের আহ্বান জানাবে। ঘোষিত ওই সময়ে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনী কোনো অভিযান চালাবে না।
তবে মাওবাদী বিদ্রোহীদের সামরিক শাখার প্রধান কিষেনজি চিদাম্বরমের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, দুই পক্ষকে অবশ্যই যুগপৎভাবে বৈরিতা বন্ধ করতে হবে। খোলামেলা আলোচনার পরই সরকারকে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীদের নাম চূড়ান্ত করতে হবে।

No comments

Powered by Blogger.