বাংলালিংক থেকে ট্রেনের টিকিট কেনা যাবে

বাংলালিংক গতকাল সোমবার সিএনএস লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথ উদ্যোগে মোবাইল ট্রেন টিকিট সার্ভিস বা সেবা কার্যক্রম চালু করেছে।
এই সেবা কার্যক্রমের আওতায় রেলযাত্রীরা নিজ নিজ বাংলালিংক মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া যেকোনো ট্রেনের টিকিট কিনতে পারবে। ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ বাংলালিংক মোবাইল ক্যাশ পয়েন্ট থেকেও টিকিট কেনা যাবে।
ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক মো. শাহজাহান আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলালিংকের ভারপ্রাপ্ত সিসিও মোহাম্মদ আরশাদ ও বিপণন পরিচালক শিহাব আহমেদ, সিএনএসের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ রেলওয়ের প্রধান টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আনওয়ারুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, মোবাইলে ট্রেনের টিকিট কেনার পর ফিরতি এসএমএসের মাধ্যমে একটি ই-টিকিট নম্বর পাবে। এরপর তাদের ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে স্টেশনে পৌঁছে মোবাইল ফোন নম্বর ও ই-টিকিটের নম্বর দেখিয়ে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে।

No comments

Powered by Blogger.