কিউবায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো সে দেশে বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বাড়ানোর লক্ষ্যে সরকারি নীতিমালা শিথিল করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, উদ্যোক্তাদের নতুন নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা এবং সেসব প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে আর কোনো কড়াকড়ি থাকবে না। তিনি মনে করেন, এর ফলে কিউবায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যাবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সরকার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়ার পর গত রোববার জাতীয় পরিষদে দেওয়া ভাষণে রাউল কাস্ত্রো এ ঘোষণা দিলেন।
রাউল কাস্ত্রো বলেন, উদ্যোক্তারা যাতে সহজে ব্যবসার লাইসেন্স পান, সে জন্য সরকার অসংখ্য বাণিজ্যসংক্রান্ত নিষেধাজ্ঞা বাতিল করবে। এর ফলে একদিকে যেমন বহু লোকের কর্মসংস্থান হবে, অন্যদিকে সরকারি কোষাগারে মোটা অঙ্কের রাজস্ব জমা হবে।
এ বছরের শুরুতে রাউল কাস্ত্রো বলেছিলেন, কিউবায় বর্তমানে ৫১ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে ১০ লাখ লোক প্রয়োজনের চেয়ে বেশি।

No comments

Powered by Blogger.