হেগে শুনানির সময় কঠোর গোপনীয়তা চান নাওমি

নাওমি ক্যাম্পবেল
সুপার মডেল নাওমি ক্যাম্পবেলকে ‘ব্লাড ডায়ামন্ড’ উপহার গ্রহণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ রয়েছে, লাইবেরিয়ার সাবেক স্বৈরশাসক চার্লস টেলর তাঁকে ওই মূল্যবান হীরাটি উপহার দেন। এ-সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে নেদারল্যান্ডের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত হেগে উপস্থিত হবেন নাওমি। তবে এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
লাইবেরিয়ার সাবেক স্বৈরশাসক চার্লস টেলরের বিরুদ্ধে নব্বইয়ের দশকে প্রতিবেশী সিয়েরালিওনে বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। ওই সময় যুদ্ধাপরাধ, গণহত্যা, ধর্ষণসহ ১১টি অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচার চলছে তাঁর।
হেগের আইনজীবীরা মনে করেন, নাওমি ক্যাম্পবেলকে জিজ্ঞাসাবাদ করা হলে টেলরের যুদ্ধাপরাধে সম্পৃক্ত থাকার ব্যাপারে তথ্য মিলবে। কারণ অভিযোগ রয়েছে, সিয়েরালিওয়নের খনি থেকে ‘ব্লাড ডায়ামন্ড’ লুট করে ওই ডায়ামন্ডের বিনিময়ে অস্ত্র কিনতে ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকায় যান টেলর। তখন নেলসন ম্যান্ডেলার বাসভবনে এক নৈশভোজে যোগ দেন তিনি। ওই নৈশভোজেই সুপার মডেল নাওমিকে তিনি ‘ব্লাড ডায়ামন্ড’ উপহার দেন।

No comments

Powered by Blogger.