২০১১ বিশ্বকাপের মাসকট ‘স্টাম্পি’

নাম খুঁজে পেল ২০১১ ক্রিকেট বিশ্বকাপের মাসকট। গতকাল কলম্বোয় ভারতীয় ও শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপস্থিতিতে বিশ্বকাপের মাসকটের নামের মোড়ক উন্মোচন করা হলো। মাসকটের নাম স্টাম্পি।
বিশ্বকাপের মাসকট হাতি—এটা অনেক আগেই ঠিক হয়েছে। কিন্তু সেটির নাম ঠিক করেনি ২০১১ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ। মাসকটটির নামকরণ ছিল সবার জন্য উন্মুক্ত। অনলাইনে সর্বসাধারণের জন্য সে সুযোগও করে দেওয়া হয়েছিল। অনলাইনে কতগুলো নাম জমা পড়েছে, বিজয়ীই বা হয়েছেন কে, তা জানায়নি কর্তৃপক্ষ। বিজয়ীর জন্য থাকছে ভারতের মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের সই করা ব্যাট।
ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশও।

No comments

Powered by Blogger.