ব্যাটিং কোচ হতে চান ইনজামাম

দলের ব্যাটিংয়ের দুর্দশা দেখে এগিয়ে এসেছেন ইনজামাম-উল হক। ক্রিকেট ছেড়েছেন বছর তিনেক আগে, এখন তো আর ব্যাট হাতে নেমে যেতে পারেন না। সাবেক পাকিস্তান অধিনায়ক দলকে সাহায্য করতে চাইছেন কোচিং দিয়ে। দল চাইলে পাকিস্তানের ব্যাটিং কোচ হতে রাজি তিনি।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পর চলতি ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ১৮২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। উত্তরসূরিদের এই হাল দেখে ইনজামাম বলেছেন, ‘ব্যাটসম্যানরা যথার্থ টেকনিক ও টেম্পারামেন্ট দেখাতে পারছে না। তাদের ধৈর্য কম, ২০-৩০ করেই আউট হয়ে যাচ্ছে, টেস্টের জন্য যা মোটেও যথেষ্ট নয়। দলের অবশ্যই একজন স্থায়ী ব্যাটিং কোচ প্রয়োজন। আমাকে যদি এ জন্য প্রস্তাব দেওয়া হয়, আমি নিশ্চিতভাবেই গভীরভাবে ভেবে দেখব।’

No comments

Powered by Blogger.