জায়গা হারাতে হবে পিটারসেনকে!

ব্যাটে রান নেই বলাটা ভুল হবে। বাংলাদেশের বিপক্ষে টানা দুটি সিরিজে তিন ফিফটিসহ ৩৪২ রান করেছেন ৬৮.৪০ গড়ে। কিন্তু এই রান পাওয়া নয়, চোখে বেশি লাগছে বাংলাদেশের বিপক্ষে ৭ ইনিংসে তিন অঙ্ক ছুঁতে না পারা। কেভিন পিটারসেনের ব্যাটে বড় রান নেই আসলে এক বছরেরও বেশি সময় ধরে। টেস্টে সর্বশেষ সেঞ্চুরিটা ২১ ইনিংস আগে। পাকিস্তানের বিপক্ষে চলমান ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ৯ রান করার পর জিওফ বয়কট বলেছেন, শিগগিরই বড় রান না পেলে দলে জায়গা হারাতে হবে পিটারসেনকে।
‘দলে জায়গা ধরে রাখার কোনো দৈব অধিকার নেই পিটারসেনের। সে যখন ভালো খেলে, তখন তার ব্যাটিং আমার ভালো লাগে। কিন্তু পারফর্ম করতে না পারলে অন্য কেউ জায়গাটা নিয়ে নেবে’—বিবিসি স্পোর্টকে বলেছেন ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্ট খেলা বয়কট। ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানিদের সুইং বোলিংয়ের বিপক্ষে রীতিমতো নড়বড়ে লেগেছে পিটারসেনকে। আসিফের ইন-সুইঙ্গারে ‘প্লেড অন’ আউট হওয়ার আগে দুবার বেঁচে গেছেন রেফারেলে

No comments

Powered by Blogger.