ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে টেন্ডুলকার

ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য ওয়ানডেটা বেছে বেছে খেলছেন অনেক দিন থেকেই। গত ফেব্রুয়ারিতে ইতিহাসগড়া সেই ডাবল সেঞ্চুরির পর আর ওয়ানডে খেলেননি। শচীন টেন্ডুলকারকে বিশ্রাম দেওয়া হলো শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজেও। বিশ্রাম পেয়েছেন ওপেনার গৌতম গম্ভীর ও অফ স্পিনার হরভজন সিংও। দলে ফিরেছেন যুবরাজ সিং। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারত ও নিউজিল্যান্ডকে নিয়ে টুর্নামেন্টটি শুরু হচ্ছে ১০ আগস্ট।
গম্ভীর ও টেন্ডুলকার দুজনেই বিশ্রামে থাকায় বীরেন্দর শেবাগের সঙ্গে ইনিংস সূচনার সুযোগ পেতে পারেন দিনেশ কার্তিক। এশিয়া কাপের দলে না থাকলেও টেস্ট সিরিজে খেলার অভিজ্ঞতা মাথায় রেখে দলে রাখা হয়েছে দুই পেসার অভিমন্যু মিথুন ও ইশান্ত শর্মাকে। ওয়েবসাইট।
ত্রিদেশীয় সিরিজের ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধি.), বীরেন্দর শেবাগ, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভিন কুমার, ইশান্ত শর্মা, অভিমন্যু মিথুন, আশিস নেহরা, প্রজ্ঞান ওঝা, সৌরভ তিওয়ারি।

No comments

Powered by Blogger.