নেপালে জোট সরকার গঠনের জন্য আরও সময় চায় দলগুলো

নেপালে নতুন জোট সরকার গঠনে আলোচনার জন্য দেশটির প্রেসিডেন্টের কাছে আরও কিছু দিন সময় চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা। গতকাল বুধবার তাঁরা এ কথা জানান। খবর এএফপির।
বিরোধী রাজনৈতিক দল মাওবাদীদের প্রবল চাপে গত সপ্তাহে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগে বাধ্য হলে দেশটি রাজনৈতিক সংকটে পড়ে। নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব জাতীয় মতৈক্যের সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোকে গতকাল পর্যন্ত সময় বেঁধে দেন। সমঝোতায় পৌঁছাতে বড় রাজনৈতিক দলগুলোর আলোচনা ব্যর্থ হয়।
মাওবাদীরা প্রশাসনে নেতৃত্ব ও নেপালের সংবিধানের খসড়া তৈরির তত্ত্বাবধান করার ব্যাপারে পীড়াপীড়ি করছে।
প্রধান রাজনৈতিক দলগুলো জানায়, অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য সময় চেয়ে তারা প্রেসিডেন্টের কাছে আবেদন করবে।

No comments

Powered by Blogger.