নিষিদ্ধ মায়োর্

টেনিসের নাম্বার ওয়ান রাফায়েল নাদালের ফুটবলপ্রেম এবারের বিশ্বকাপেই টের পাওয়া গেছে। কিন্তু ফুটবল-ভক্ত রাফার সত্যিকারের পরিচয়টা বোধ করি অজানাই ছিল। স্প্যানিশ লা লিগার দল রিয়াল মায়োর্কার মালিকদের একজন এই নাদাল! তাই বলে ভাবার কারণ নেই, রিয়াল মায়োর্কারও বুঝি নাদালের মতোই অগাধ টাকা-পয়সা। বরং দেনার দায়ে জর্জরিত ক্লাবটি। গত মে মাসে স্ব-উদ্যোগী হয়ে ক্লাবটি জানিয়ে দিয়েছে, ৫০ থেকে ৬০ মিলিয়ন ইউরো দেনা তাদের। মালিকদের একজন হিসেবে করুণ এক সংবাদই শুনতে হয়েছে রাফাকে, রিয়াল মায়োর্কাকে এবার ইউরোপা লিগে নিষিদ্ধ করেছে উয়েফা। সপ্তম স্থানে থেকে লা লিগা শেষ করায় ইউরোপা লিগে খেলার যোগ্যতা ছিল। কিন্তু আর্থিক নীতিমালা ভঙ্গের দায়ে সেই অধিকার কেড়ে ২০১০-১১ মৌসুমে ইউরোপা লিগে মায়োর্কাকে নিষিদ্ধ করেছে উয়েফা।

No comments

Powered by Blogger.