বিশ্বকাপে প্রবৃদ্ধি

সেই ২০০৬ সালে যখন আয়োজন-স্বত্ব পায়, তখন থেকেই আলোচনা, দক্ষিণ আফ্রিকাকে দুই হাত ভরিয়ে দেবে বিশ্বকাপ। দিয়েছেও তাই। স্টেডিয়াম, অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নতিসহ অবকাঠামোগত উন্নতি তো আছেই। দেশটির অর্থমন্ত্রী প্রাভিন গর্ধান বলেছেন, বিশ্বকাপ এই বছরে দেশের জাতীয় প্রবৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে প্রায় এক শতাংশ। গত ফেব্রুয়ারিতেই গর্ধান জানিয়েছিলেন, বিশ্বকাপের জন্য প্রবৃদ্ধির হার বেড়ে ২ দশমিক ৩ শতাংশ হতে পারে। পরশু বললেন, বিশ্বকাপ জাতীয় অর্থনীতিতে দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি আনছে। বিশ্বকাপের পেছনে দক্ষিণ আফ্রিকা সরকার ব্যয় করেছে ৩ কোটি ৩০ লাখ র‌্যান্ড বা ৪৪ লাখ ডলার!

No comments

Powered by Blogger.