ধেয়ে আসছে ঝড় ‘বনি’

মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) দুর্ঘটনাকবলিত তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘বনি’। ওই এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, ঝড়টি ঘণ্টায় ৪০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আজ শনিবার এটি দুর্ঘটনাকবলিত তেলক্ষেত্র এলাকা অতিক্রম করতে পারে।
তেলক্ষেত্রে দুর্ঘটনা মোকাবিলা কার্যক্রম দেখভালের ব্যাপারে মার্কিন সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাডমিরাল থাড অ্যালেন জানান, ঝড়ের সময় তেলক্ষেত্রের ছিদ্রের ছিপি আটকানো থাকবে। তেল নিঃসরণ বন্ধে একটি বিকল্প কূপ খননের কাজ দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্রের মিয়ামি শাখার কর্মকর্তারা জানান, গতকাল টার্কস ও ক্যাইকোস দ্বীপে এবং বাহামা দ্বীপপুঞ্জে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এর প্রভাবে হাইতি, পুয়ের্তোরিকো ও ডোমিনিকান রিপাবলিকে বন্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় ঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।
থাড অ্যালেন জানান, সাগরে তেল অপসারণের কাজে নিয়োজিত নৌযানগুলো গত বৃহস্পতিবার রাত থেকেই নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।

No comments

Powered by Blogger.