ক্যানসারের গুজব উড়িয়ে দিয়ে টিভিতে ভাষণ দিলেন মুবারক

ক্যানসারের গুজব উড়িয়ে দিয়ে গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। কায়রো থেকে বিবিসির সাংবাদিক জানান, মিসরের প্রেসিডেন্ট ১০ মিনিটেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে ভাষণ দেন। এ সময় তাঁকে খানিকটা ক্ষীণকায় দেখালেও সুস্থ ও স্বাভাবিক মনে হচ্ছিল।
৮২ বছর বয়সী প্রেসিডেন্ট মুবারকের গলব্লাডারে গত মার্চে জার্মানিতে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যায়। কিছুদিন আগে একটি মার্কিন দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, মুবারক দুরারোগ্য ক্যানসারে ভুগছেন। তিনি আর বড়জোর এক বছর বাঁচবেন। মিসরীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে এ খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।
ওয়াশিংটন টাইমস গত রোববার জানায়, পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, মিসরের প্রেসিডেন্ট পাকস্থলী ও অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন। গত সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক স্থগিত করেন মুবারক। এতে তাঁর সুস্থ থাকার বিষয়ে আবারও বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

No comments

Powered by Blogger.