বিধানসভায় ছবি তুলে বিপাকে পুলিশের ডিজি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) ভূপিন্দর সিং গত বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন চলাকালে মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে গিয়ে বিপাকে পড়েছেন। কারণ বিধানসভার অধিবেশন চলাকালে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ জন্য তাঁকে জরিমানা করা হয়েছে এক হাজার রুপি।
বিধানসভায় ওই দিন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের ওপর আলোচনা চলছিল। এ সময় ডিজি ভূপিন্দর সিং আলোচনা শোনার জন্য সাদা পোশাকে বসে ছিলেন দর্শকের আসনে। আলোচনার একপর্যায়ে বামফ্রন্টের বিধায়কদের সঙ্গে বিরোধী দলের বাদানুবাদ হয়। এ সময় ডিজি তাঁর হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি ছবি তোলেন। সঙ্গে সঙ্গে আপত্তি তোলেন কংগ্রেসের বিধায়কেরা। নালিশ চলে যায় স্পিকার হাসিম আবদুল হালিমের কাছে। কংগ্রেস ডিজির বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনে।
এ সময় ডিজির মোবাইল ফোন জব্দ করার জন্য পরিষদীয় মন্ত্রী শৈলেন সরকারকে নির্দেশ দেন স্পিকার। গতকাল শুক্রবার সেই অভিযোগের রায় দেন স্পিকার। তিনি ডিজিকে এক হাজার রুপি জরিমানা করেন। জরিমানার অর্থ জমা হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

No comments

Powered by Blogger.