থাইল্যান্ডের ৬টি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া গতকাল বৃহস্পতিবার বলেছেন, ছয়টি প্রদেশ থেকে খুব শিগগিরই জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। তবে রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা বহাল থাকবে। গত রোববার এক বোমা বিস্ফোরণের ঘটনায় সেখানে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
থাইল্যান্ডে জরুরি অবস্থা জারির ফলে একসঙ্গে পাঁচজন জড়ো হতে পারেন না এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযোগ ছাড়াই সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে আটক করতে পারেন।
প্রধানমন্ত্রী আপিসিত বলেন, নিরাপত্তা বাহিনীর পরামর্শে তিনি থাইল্যান্ডের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের চোনবুরি, আয়ুত্থাইয়া, নং বুয়া লাম ফু, মহা সরখাম, মুকদাহান ও ছাইয়াফুম প্রদেশে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে।
ধীরে ধীরে সব প্রদেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা স্বীকার করে আপিসিত বলেন, গত রোববার ব্যাংককের বাসস্ট্যান্ডে বোমা হামলায় একজনের মৃত্যু ও ১০ জন আহত হওয়ার পর সেখানে এখনো জরুরি অবস্থা বহালরাখা দরকার।
জরুরি অবস্থা জারির পর থেকে তা তুলে নিতে থাইল্যান্ড সরকার যুক্তরাষ্ট্র ও মানবাধিকার দলগুলোর চাপের মুখে রয়েছে।

No comments

Powered by Blogger.