কাস্ত্রোর আত্মজীবনী ‘স্ট্র্যাটেজিক ভিক্ট্রি’ প্রকাশিত হবে আগস্টে

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো তাঁর আত্মজীবনী প্রকাশের পরিকল্পনা করছেন। বিপ্লবী এই নেতার আত্মজীবনীর নাম হবে দ্য স্ট্র্যাটেজিক ভিক্ট্রি। আগস্ট মাসে এর প্রথম খণ্ড প্রকাশিত হবে। কিউবাডিবেট ডট সিইউ নামের সরকারি ওয়েবসাইটে কাস্ত্রো নিজেই এ কথা জানান।
১৯৫৮ সালে কাস্ত্রোর নেতৃত্বে কয়েক শ বিপ্লবীর কাছে কিউবার একনায়ক ফুলগেনসিও বাতিস্তার সেনাবাহিনী পরাজিত হয়। দ্য স্ট্র্যাটেজিক ভিক্ট্রির প্রথম খণ্ডে মূলত এই বিষয়টিই তুলে ধরা হবে। ৮৩ বছর বয়সী কাস্ত্রো বলেন, ২০০৬ সালে অসুস্থ হওয়ার আগে তিনি বইটির ব্যাপারে কয়েক মাস কাজ করেন। তিনি জানান, বইটির জন্য প্রস্তাবিত বেশ কয়েকটি নামের মধ্যে হাউ থ্রি হান্ড্রেড ডিফিটেড টেন থাউজ্যান্ড নামটি বিবেচনা করেছিলেন তিনি। পরে এর নাম দেন দ্য স্ট্র্যাটেজিক ভিক্ট্রি।
কাস্ত্রো ২৫ অধ্যায়ের বইটিতে বেশ কিছু ছবি, মানচিত্র ও একনায়ক বাতিস্তার বিরুদ্ধে গেরিলা যুদ্ধের বর্ণনা তুলে ধরেছেন। এ ছাড়া তাঁর শৈশব ও একজন বিপ্লবী হিসেবে গড়ে ওঠার ব্যাখ্যাও দিয়েছেন।
কাস্ত্রো তাঁর আত্মজীবনী লিখতে কিউবার সাংবাদিক কাতিউসকা ব্লাংকোর সহযোগিতা নেন।

No comments

Powered by Blogger.