সিএমও-এশিয়ার সেরা বিজনেস স্কুল পুরস্কার পেল বিআইবিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টকে (বিআইবিএম) ‘বেস্ট বি-স্কুল লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ভারতভিত্তিক সংগঠন সিএমও-এশিয়া।
বিআইবিএমের মহাপরিচালক বন্দনা সাহা সম্প্রতি সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন।
সিএমও-এশিয়া শিল্প-বাণিজ্য ও ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও নেতৃত্বের মাধ্যমে উচ্চপর্যায়ের বিপণন ও ব্র্যান্ড কর্মকর্তাদের মধ্যে আধুনিক জ্ঞানের আদান-প্রদানে ব্যাপৃত। সিএমও-এশিয়া ও ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের উপদেষ্টামণ্ডলী এশিয়ার সর্বোত্তম বিজনেস স্কুল নির্বাচিত করার দায়িত্বে নিয়োজিত।
উল্লেখ্য, বিআইবিএম একটি শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান। এটি ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং এতে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) নামে একটি বিজনেস প্রোগ্রাম চালু রয়েছে। এই কোর্সটির জন্যই মূলত বিআইবিএম এশিয়ার সর্বোত্তম বিজনেস স্কুল পুরস্কার পাওয়ার জন্য জুরি বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছে।

No comments

Powered by Blogger.