আফগানিস্তানে গত সপ্তাহে জঙ্গি হামলায় নিহত ২৭০

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের লাগাতার হামলাসহ বিচ্ছিন্ন সহিংসতায় গত গত সপ্তাহে ২৭০ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২০৫ জন তালেবান জঙ্গি, ২১ জন বেসামরিক লোক এবং ৪৪ জন পুলিশ। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামারাই বাশারি গতকাল রোববার এ কথা জানিয়েছেন।
মুখপাত্র জানান, সারা দেশে গত সপ্তাহে ১৮৮টি সন্ত্রাসী হামলা হয়েছে। এর অধিকাংশ চালানো হয়েছে রাস্তার পাশে পুঁতে রাখা এবং ঘরে তৈরি বোমার সাহায্যে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সন্ত্রাসী হামলা ১২ শতাংশ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাশারি জানান, এসব হামলায় ২১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫ জন। এ ছাড়া হামলায় ৬৯ জন পুলিশ সদস্যও আহত হন।
মুখপাত্র দাবি করেন, আফগান পুলিশ জঙ্গিদের অনেক হামলা ব্যর্থ করে দেওয়ায় বেসামরিক লোকদের ক্ষয়ক্ষতি আগের তুলনায় গত সপ্তাহে ৬৭ শতাংশ কমেছে।
আফগান ও ন্যাটো সেনাদের যৌথ অভিযানে গত সপ্তাহে ৭৬ জন জঙ্গি আহত হয়। এ সময় ১২৭ জন তালেবান জঙ্গি তাঁদের হাতে আটক হয় বলে মুখপাত্র জানান। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গিদের পুঁতে রাখা ৪৬৮টি বোমা অপসারণ ও ৬৮টি বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছেন। অবশ্য গত সপ্তাহে জঙ্গি হামলায় কত জন বিদেশি ও আফগান সেনা নিহত হয়েছেন, তা তিনি বলেননি।

No comments

Powered by Blogger.