মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান থান শোয়ের ভারত সফর শুরু

মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান থান শোয়ে গতকাল রোববার সরকারি সফরে ভারতে পৌঁছেছেন। জেনারেল শোয়ের এ সফরকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ও সবচেয়ে দমনমূলক রাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্কোন্নয়নের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বিহারের গয়া জেলার বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান বুদ্ধগয়া পরিদর্শনের মধ্য দিয়ে ভারত সফর শুরু করেছেন জেনারেল শোয়ে। নয়াদিল্লিতে তাঁর রাষ্ট্রীয় কর্মসূচি শুরু হবে কাল মঙ্গলবার। এ দিন তাঁকে লাল গালিচার সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
একসময় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির একনিষ্ঠ সমর্থক ছিল ভারত। কিন্তু নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মিয়ানমারের গণতন্ত্র ও মানবাধিকারের চেয়ে নিজেদের নিরাপত্তা, জ্বালানি ও কৌশলগত সম্পর্কের ব্যাপারে গুরুত্ব দিতে শুরু করে নয়াদিল্লি। এ লক্ষ্যে তারা মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গেও যোগাযোগ বাড়িয়ে দেয়।

No comments

Powered by Blogger.